অভিনেতা মনোজ প্রামানিকের জন্মদিন আজ

মনোজ কুমার প্রামাণিক একজন বাংলাদেশী টেলিভিশন চলচ্চিত্র অভিনেতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মনোজ বাংলাদেশের বহু টিভিসি নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘ইতি তোমারই ঢাকা’ তার অভিনীত প্রথম সিনেমা। এছাড়া অপারেশন সুন্দরবন, ‘মন মন্দিরে’, মানুষের বাগান, মিশন এক্সট্রিম, বীরকন্যা প্রীতিলতা তার আসন্ন চলচ্চিত্র।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অন্তর্গত রাধানগরে মনোজের জন্ম। তার বাবা কলেজের অধ্যক্ষ ও ঠাকুরদা স্কুলের শিক্ষক ছিলেন। তবে তারা যাত্রায় অভিনয় ও করতেন এবং মা গান গাইতেন।শিল্পমনা পরিবারে তিনি বেড়ে ওঠেন। তার দুই ভাই আছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এবং পারফর্মিং আর্টস পড়াশোনা করেছেন। অভিনয় ছাড়াও তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক। ২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে তিনি ঢাকায় চলে যান। মনোজ রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

মনোজ ২০০৮ সালে অমিতাভ রেজার সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকবস্থায় ‘বালু ঘড়ি’ সিনেমায় অভিনয় করেন। ২০১০ সালে তিনি গ্রামীণফোনের বিজ্ঞাপন করেন। ২০১৪ সালে ক্লোজআপ কাছে আসার গল্প নামক একটি বিজ্ঞাপন ও পরে এই সিরিজের নাটকে অভিনয় করেন। ২০২০ সালে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে তাসনুভা তিশার এর সাথে কাজ করেন। ২০১৪ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় শুরু করেন। ‘ফুল ফোটানোর খেলা’, ‘কথা ছিল’, ‘মন বলেছে যাবো যাবো’, ‘স্যারের মেয়ে’, ‘ভৈরবী’, ‘নিষিদ্ধ বাসর’, ‘টুইন রিটার্নস’, ‘ফুল ফোটানোর খেলা’ ,‘ভাইরাল গার্ল’ , ‘টু ম্যাড ম্যান’, ‘কাশ্মীরি প্রেমিকা’, ‘কথা হবে তো? , ‘পতঙ্গশিকারী ফুল’, ‘গানের স্পর্শে তুমি’, ‘টেডি বিয়ার’,‘ভালো মানুষ হতে চাই’ ,‘মনের টান’,‘তুমি কোন গগনের তারা’, ‘কিছু বিস্মরণের নদী’ ইত্যাদি তার অভিনীত নাটকের মধ্যে অন্যতম।

এছাড়া তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’, গউশে আলেকজান্ডারের ‘হল্ট’, তামিম রহমান অংশু পরিচালিত ‘সাহসিকা’ সিনেমায় কাজ করেছেন। সম্প্রতি বঙ্গবব এর ঈদের টেলিফিল্ম ‘লাবনী’, রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম দ্য ডার্ক সাইড অব ঢাকা, ‘তাকদীর’, ‘প্রেম পুরাণ’ এ তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

২০২১ সালে ‘কারা নিলো লুট করে’ মিউজিক ভিডিও তে অভিনয় করেন। এছাড়াও ২০২১ সালে তিনি মনপাচিত্র নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ঈদুল আযহায় প্রচারিত সাত দুগুনে চৌদ্দ সিরিজ মনপাচিত্র এর বাস্তবায়নে হয়েছে। এই সিরিজের চৌদ্দটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করছেন তার শিক্ষার্থীরা। মনপাচিত্র প্রযোজিত “একজন তেলাপোকা” চরকিতে ও “যায় যায় দিন” ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ২১ তম আসরে প্রদর্শিত।

২০২২ সালে আয়োজিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১ এর সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছিলেন মনোজ প্রামাণিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 20 =