অভিনেতা সাব্বির আহমেদের জন্মদিন আজ

নাম সাব্বির আহমেদ। অভিনয়শিল্পী মীর সাব্বিরের নামের সঙ্গে মিল থাকার কারণে বিনোদন অঙ্গনে সাব্বির আহমেদকে সবাই ছোট সাব্বির নামে ডাকে। বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পাওয়া সাব্বির আহমেদ এখন নাটক–চলচ্চিত্রই বেশি করেন। শ্যাম বেনেগালের ‘মুজিব’ চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এই চলচ্চিত্রে তিনি তোফায়েল আহমেদ চরিত্রটি করেছেন।

ছোটবেলা থেকেই অভিনয় করেন সাব্বির। ১৯৯৭ সালে মাগুরার লায়ন কিং ক্লাব নামের একটি দলের হয়ে শিশু অভিনেতা হিসেবে তাঁর যাত্রা শুরু। ২০০৫ সালে অভিনয়ের তাড়নায় ঢাকায় এসে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলে যোগ দেন সাব্বির। ‘লোকনায়ক’, ‘শ্যামা প্রেম’ নাটকে অভিনয় করেন তিনি। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রেও কাজ শুরু করেন। ২০০৮ সালে ঈদের আগে সাব্বিরের প্রথম বিজ্ঞাপনচিত্র ‘বাংলালিংক: ঈদে বাড়ি যাই’ প্রচারিত হয়। এটি তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন সাব্বির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × one =