অভিনেত্রী তানজিন তিশা জন্মদিন আজ

নাটকপ্রেমী দর্শকের কাছে এই সময়ের প্রিয় অভিনেত্রীর নাম তানজিন তিশা। সব বয়সি দর্শকের কাছে অভিনয় দিয়েই গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি। দেশের বাইরেও রয়েছে তার অসংখ্য ভক্ত। তিশার আজ যে অবস্থান রয়েছেন, তাকে তৈরির নেপথ্যে যেসব নির্মাতার বিশেষ ভূমিকা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শিহাব শাহীন, সাগর জাহান, মোস্তফা কামাল রাজ, কাজল আরেফিন অমি, সঞ্জয় সমদ্দার, মিজানুর রহমান আরিয়ান, মহিদুল মহিম, ভিকি জাহেদ ও রাফাত মজমুদার রিংকু।

জন্মদিন প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘সব সময়ই তো আব্বু-আম্মুকে নিয়েই জন্মদিনের পরিকল্পনা করি। কিন্তু এবার আব্বু নেই। আব্বু গ্রামের বাড়িতে কবরে শুয়ে আছেন। সেখানে গেলেও একটু শান্তি পেতাম। এবার কোনোই প্ল্যান নেই জন্মদিন নিয়ে। আমার আব্বুর জন্য দোয়া চাই।’

অভিনেত্রী জানান, তিনি তার সময়ের সব সহ-শিল্পীরই কাজ দেখেন। সেখান থেকেও নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। দীর্ঘদিন নতুন কোনো গানের মিউজিক ভিডিওতেও নেই তিনি। তবে অবশ্যই ভালো গান, গানের ভিডিওতে তার পারফরম্যান্স করার মতো সুযোগ থাকলে তিনি করবেন।

তিশা জানান, অভিনয় জীবনে অন্তত একটি সিনেমাতে হলেও অভিনয় করা উচিত। সেই ভাবনা থেকে তানজিন তিশা সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো শিগগিরই সিনেমায় অভিনয় করতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 7 =