অভিনেত্রী তামান্না ভাটিয়ার জন্মদিন আজ

তার জন্ম মুম্বাইতে। প্রথম সিনেমাও করেছেন বলিউডে। অথচ তিনি জনপ্রিয়তা লাভ করেছেন তেলেগু সিনেমা দিয়ে। রূপ-লাবণ্য আর অভিনয়ের অসাধারণ সমন্বয় তিনি। দর্শকদের প্রিয় নায়িকার তালিকায় তার নামটি উল্লেখযোগ্য। তিনি তামান্না ভাটিয়া। বলিউড, তেলেগু ও তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

আজ ২১ ডিসেম্বর তামান্নার জন্মদিন। ১৯৮৯ সালের এই দিনে তিনি মুম্বাইয়ের একটি ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন একজন হীরা ব্যবসায়ী। মানেকজি কুপার এডুকেশন ট্রাস স্কুল থেকে তামান্নার পড়াশোনার শুরু।

মাত্র ১৩ বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তামান্না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তার অভিনয় দেখে পৃথিবী থিয়েটার থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়। তিনি সেই ডাকে সাড়া দিয়ে প্রায় এক বছর থিয়েটারে কাজ করেন।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তামান্না ভাটিয়া। সিনেমার নাম ‘চান্দ সা রশান চেহরা’। এতে তামান্নার বিপরীতে ছিলেন সামির আফতাব। সিনেমাটি ছিল বক্স অফিসে ফ্লপ। একই বছর তামান্নার অভিষেক হয় তেলেগু ইন্ডাস্ট্রিতেও। এর এক বছর পর তামিল সিনেমায় নাম লেখান তামান্না।

২০০৭ সালে তামান্নার ক্যারিয়ারে মোড় ঘুরে যায়। ‘হ্যাপি ডেইস’ ও ‘কাল্লুরি’ নামের দুটি সিনেমায় অভিনয় করে তিনি দক্ষিণী সিনেমায় নিজের অবস্থান পাকা করেন। দুটি সিনেমাই ছিল দর্শকপ্রিয় এবং বক্স অফিসে সফল। যার সুবাদে তিনি পান যান সেরা তামিল অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার সাউথ পুরস্কারের মনোনয়ন।

পরবর্তীতে তামান্না ভাটিয়া অভিনয় করেছেন বেশ কিছু সফল ও সুপারহিট সিনেমায়। এগুলো হচ্ছে—‘থিল্লালাঙ্গাদি’, ‘স্পিডুন্নুডু’, ‘জাগুয়ার’, ‘কান্দেন কাধালাই’, ‘নেক্সট এন্টি?’, ‘কেদি’, ‘কান্নে কালাইমানে’, ‘স্কেচ’, ‘না’, ‘পাডিক্কাথাভান’, ‘ধর্ম দুরাই’, ‘বলে চুডিয়া’, ‘হামশকলস’, ‘সুরা’, ‘বাদ্রিনাথ’, ‘সিটিমার’, ‘খামোশি’, ‘ভেঙ্গাই’, ‘তাডাখা’, ‘ভিরাম’, ‘আগাডু’, সারিলেরু নিকেভভারু’, ‘সিরুথাই’, ‘বেঙ্গল টাইগার’, ‘১০০ পারসেন্ট লাভ’, ‘অ্যাকশন’, ‘ফান অ্যান্ড ফ্রাস্টেশন’, ‘এন্টারটেইনমেন্ট’, ‘প্রিয়া’, ‘দেবী’ ও ‘অয়ন’ ইত্যাদি।

এছাড়া ভারতের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’তেও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। যা তাকে নিয়ে গেছে দর্শকপ্রিয়তার প্রথম সারিতে।

২০১৭ সালে তামান্না ভাটিয়া ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ জন অভিনয়শিল্পীর তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন। যেখানে প্রভাস ও আনুশকা শেঠির মতো তারকারা ছিলেন তার পেছনে। তামান্না মোট আটবার ফিল্মফেয়ার সাউথ পুরস্কারে মনোনয়ন লাভ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একবারও পুরস্কার অর্জন করতে পারেননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 4 =