অভিনেত্রী তারিনের জন্মদিন আজ

আজ দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের জন্মদিন। জন্মদিন নিয়ে তার বিশেষ কোনো আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তরা যে শুভেচ্ছা জানান, তা তিনি উপভোগ করেন। এছাড়া তার সহশিল্পী, প্রযোজক, পরিচালকসহ সংশ্লিষ্ট সবার ভালোবাসায় সিক্ত হন। বহুমাত্রিক অভিনয়ে তারিন সিদ্ধহস্ত। তার চরিত্র অনুযায়ী তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। আশি দশকে বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে তারিনের শোবিজে আগমন। অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। নাচেও তিনি পারদর্শী। এ পর্যন্ত একক ও ধারাবাহিক মিলিয়ে কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন। শমী, বিপাশা, মিমিদের পরবর্তী জেনারেশনে সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী হিসেবে তাকে বিবেচনা করা হয়। অভিনয়ের ক্ষেত্রে বরাবরই তিনি অত্যন্ত চুজি। নাটকের গল্প ও চরিত্রের মান ভাল না হলে অভিনয় করেন না। কখনো গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসাননি। ফলে দর্শকের কাছে তার কদর সবসময় রয়েছে। জন্মদিনে রঙবেরঙ-এর পক্ষ থেকে তারিনকে শুভেচ্ছা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − 8 =