অভিনয়শিল্পীদের ফ্রি চিকিৎসা দেবেন ডা. এজাজ

ছোট পর্দার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছেন অভিনয়শিল্পী সংঘ। মঙ্গলবার (১ মার্চ) থেকে রাজধানীর নিকেতনে অভিনয়শিল্পী সংঘের অফিসে এ সেবা কার্যক্রমের যাত্রা শুরু করেন ডা. এজাজুল ইসলাম। প্রতি মাসের ১ তারিখে রোগী দেখবেন তিনি।

অভিনয়শিল্পী সংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী এবং ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. এস এম এজাজুল ইসলাম আমাদের নিকেতনস্থ কার্যালয়ে অভিনয়শিল্পীদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ কার্যক্রম শুরু করেছেন। যে সকল অভিনয়শিল্পী ও কলাকুশলী চিকিৎসা সংকটে ভুগছেন, তাদের জন্য এখন থেকে প্রতি মাসের ১ তারিখ এই কার্যক্রম চলমান থাকবে।’

বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেতে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে নাম ও আইডি নাম্বার দিয়ে মেসেজ করতে হবে এই নাম্বারে ০১৫৩৫৪৮২১৭২। তা ছাড়াও সরাসরি অফিসে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী করের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 7 =