অভিনয়ে গায়িকা বন্দনার মেয়ে ফ্লোরেন্স

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত বন্দনার নাম রেখেছিলেন। তাই পারিবারিক নামটি আড়ালে থেকে যায়। বন্দনা নামেই গায়িকা বন্দনার পরিচিতি গড়ে উঠে। সেই ছোট্ট বন্দনা বড় হলো, বিয়ে হলো। আবার মা-ও হলেন তিনি। তার একমাত্র রাজকন্যা ফ্লোরেন্স’র বয়স এখন চার বছর। এই ছোট্ট বয়সে ফ্লোরেন্স অভিনয়ও করে ফেলেছে।

আদিত্য জনির পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছে বন্দনার মেয়ে। বন্দনা বলেন, ‘সত্যিই মা হিসেবে এ এক অদ্ভুত অনুভূতি! আগামী ১৫ জুলাই থেকে ফ্লোরেন্স তার স্কুলজীবন শুরু করতে যাচ্ছে। তার স্কুল ড্রেস পড়েই পর্দায় প্রথম সিকুয়েন্স এ কাজ করল! দারুন লাগল বিষয়টি। ইউনিটের সবার তো আদর-স্নেহ ও পেয়েছে! সত্যিই ভাষাহীন আমি! পরিচালক আদিত্য জনি দা’কে ধন্যবাদ আমার মেয়ের মেধাকে যত্ন করার জন্য।  সত্যি বলতে কী ফ্লোরেন্সের এক বছর বয়স থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই অভিনয় করা,বানিয়ে গান গাওয়া আমাকে অবাক করেছিল। নাটকটিতে নির্বাচিত হওয়ার পর এটাই মনে হচ্ছিল যে গান,অভিনয়, ছবি আঁকা-পড়াশোনার সাথে সাথে বড্ড প্রয়োজন, ভাল মানুষ হওয়া । আমি চাই ও যেন একজন ভালো মানুষ হতে পারে।’

নাটকটি শিগগরিই প্রচারে আসবে। উল্লেখ্য, নাটকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ ও নিঝুম রুবিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 5 =