অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমা পূজায় মুক্তি পাবে

সরকারি অনুদানে অরুণা বিশ্বাস নির্মাণ করেছেন ‘অসম্ভব’ নামের সিনেমা। এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে ডাবিং। অভিনেত্রী অরুণা নিশ্চিত করলেন, আসছে দুর্গাপূজায় মুক্তি পাবে তার পরিচালনার প্রথম সিনেমা।

তিনি বলেন, ‘গত বছরের ২৪ নভেম্বর থেকে আমার প্রথম পরিচালিত ‘অসম্ভব’ সিনেমার শুটিং শুরু করি। ভালোয় ভালোয় দৃশ্যায়ন শেষ হয়েছে। এখন ডাবিং চলছে। শিগগির সিনেমার সব কাজ শেষ করে এটি সেন্সরে জমা দেবো।’

কোনো রকমের সমস্যা না হলে আসছে দুর্গাপূজায় ‘অসম্ভব মুক্তি দিতে চাই। আশা করছি প্রথম নির্মাণে দর্শকের মন ভরাতে পারবো’- যোগ করেন অরুণা।

যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে তৈরি হচ্ছে এ সিনেমাটি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের নিয়ে একটা গল্প বলতে, যা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আরও ভালো লাগছে এজন্য যে সাধারণ খুব কম কাজ হয়েছে এমন একটি বিষয় সিনেমার জন্য বেছে নিতে পেরেছি বলে।’

‘অসম্ভব’ সিনেমায় অভিনয় করছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, তার বিপরীতে স্বাগতা ও অরুণা বিশ্বাস।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + eighteen =