অস্কার মঞ্চে দীপিকার নতুন লুক

অস্কার মঞ্চে উঠেই দীপিকা পাড়ুকোন প্রথমেই বলেন,  ‘আপনারা কি জানেন, নাটু কি? যদি না জানেন, তাহলে এখন জানতে পারবেন।’ মঞ্চে উপস্থিত হয়ে সেরা মৌলিক গানের জন্য মনোনীত ‘আরআরআর-এর মিউজিক ট্র্যাক ‘নাটু নাটু’-কে ডাকলেন তিনি। মঞ্চে হল গান। সঙ্গে নাচ।

দীপিকার পরনে ছিল লুই ভিতোঁর কালো কাঁধখোলা রঙের বল গাউন, হাতে কালো গ্লাভস। গলায় কার্টিয়ার সংস্থার হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। হাতে হিরের ব্রেসলেট ও আংটি। আশির দশকের হলিউডের অভিনেত্রীর লুকে দেখা গেল তাকে।

গত বছর কান চলচ্চিত্রে উৎসবে জুরি মেম্বার হিসেবে ভারতকে উপস্থাপন করেছিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এছাড়াও উপস্থিত ছিলেন ফিফা ট্রফি উদ্বোধনের মাঠেও। সব ছাপিয়ে এবার তিনি উঠলেন অস্কারের মঞ্চে, উপস্থাপক হিসেবে।

সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − twelve =