জয় দিয়ে শুরু করলেও নারী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ। খিবর বাসস।
আজ ‘ডি’ গ্রুপের উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৯২ রানের সহজেই টার্গেট স্পর্শ করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। অসিদের ৮ উইকেট শিকার করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলো জুনিয়র টাইগ্রেসরা। শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে বাংলাদেশের।
মালয়েশিয়ার বাঙ্গিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানের শুরু পায় বাংলাদেশ। ২টি চারে ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফিরেন ওপেনার সুমাইয়া আকতার।
এরপর বাংলাদেশের পাঁচ ব্যাটার এক অংকে বিদায় নেন। এতে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ পরের দিকের ব্যাটাররা আর সামাল দিতে পারেনি। সাত নম্বরে নামা আফিয়া আসিমার লড়াকু ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।
ইনিংসের শেষ বলে আউট হবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ২৯ রান করেন আফিয়া। বাংলাদেশ ইনিংসে শুধুমাত্র সুমাইয়া ও আফিয়াই দুই অংকে পা রাখতে পারেন।
৯২ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে ভালোভাবেই জয়ের পথে ছিলো অস্ট্রেলিয়া। এরপর ১০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট শিকার করে ম্যাচে ফেরার পথ পায় বাংলাদেশ।
এরপর ৮৬ রানে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে অস্ট্রেলিয়ার দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৬ রানের জুটিতে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। ১৯.২ ওভারে ৮ উইকেটে ৯২ রান করে ম্যাচে জয়ী হয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক লুসি হ্যামিল্টন ৩০ ও কাটি পেলে ১৬ রান করেন। জান্নাতুল মাওয়া ১৫ রানে ৩ উইকেট নেন। এছাড়া নিশিতা আকতার নিশি-আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম ১টি করে উইকেট নেন।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। আগামী ২২ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে জুনিয়র টাইগ্রেসরা।
এদিকে প্রথমবারের মতো নারীদের বৈশ্বিক কোন টুর্নামেন্টে খেলতে এসে ঐতিহাসিক জয়ের দেখা পেল নাইজেরিয়া। ‘সি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে নাইজেরিয়া।
প্রথমে ব্যাট করে ১৩ ওভারে ৬ উইকেটে ৬৫ রান করে নাইজেরিয়া। জবাবে ১৩ ওভারে ৬ উইকেটে ৬৩ রান করে নিউজিল্যান্ড।
এই গ্রুপে সামোয়ার বিপক্ষে নাইজেরিয়ার প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।