আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিত 

নয়া দিল্লি, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। গতকাল রাজকোটে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপের পর  গেল বছর পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের জার্সিতে কোন ম্যাচ খেলেননি রোহিত। এতেই রোহিতের  টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ বলে গুঞ্জন ওঠে। কিন্তু হঠাৎ করেই এ বছরের শুরুতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেন তিনি। অধিনায়ক হিসেবেই পুনরায় দলে ফিরেন রোহিত।

তারপরও টি-টোয়েন্টি বিশ^কাপ দলে রোহিতকে রাখা হবে কি-না, সেটি নিয়ে আলোচনা অব্যাহত ছিলো। সব শংকাকে উড়িয়ে দিয়েছেন জয় শাহ।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নিরঞ্জন শাহ স্টেডিয়াম নাম করন অনুষ্ঠানে জয় শাহ জানান, ‘এক বছর পর দলে ফিরে সম্প্রতি আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দেওয়ার অর্থই হলো সে অবশ্যই দায়িত্ব পালন করবে (টি-টোয়েন্টি বিশ্বকাপে)।’

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ^কাপেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ঐ আসরের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। এরপর টি-টোয়েন্টি দলে রোহিত না থাকায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। তবে সম্প্রতি টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। ভবিষ্যতে হার্ডিককে আবারও অধিনায়ক হিসেবে দেখা যাবে বলে জানিয়েছেন জয় শাহ, ‘নিশ্চিতভাবেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হবে হার্দিক (ভবিষ্যতে)।’

গেল বছর ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ^কাপে রোহিতের নেতৃত্বে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে ভারত। কিন্তু শিরোপা নির্ধারনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিতের দল।

রোহিতের সামর্থ্যের প্রশংসা করে  জয় শাহ বলেন, ‘আমরা জানি রোহিতের সামর্থ্য আছে। ওয়ানডে বিশ্বকাপেই সেটা করে দেখিয়েছে সে। আমরা টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলাম। রোহিতের অধিনায়কত্বে বার্বাডোজে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’

রোহিতের মত ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের পর সংক্ষিপ্ত ভার্সনে দলে ছিলেন না দলের সেরা ব্যাটার বিরাট কোহলি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেন কোহলি। আগামী বিশ^কাপে কোহলিও দলে থাকবেন কি-না, এমন প্রশ্নের জবাবে জয় শাহ বলেন, ‘আমরা তার ব্যাপারে দ্রুতই কথা বলবো।’

ব্যক্তিগত কারনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁঁচ ম্যাচের সিরিজে খেলছেন না কোহলি। সেই প্রসঙ্গ টেনে এনে জয় শাহ বলেন, ‘১৫ বছরের ক্যারিয়ারে কেউ যদি প্রথমবারের মত ব্যক্তিগত কারণে ছুটি চায়, তবে সেই অধিকার তার আছে। কোন কারণ ছাড়াই ছুটি চাওয়ার মতো খেলোয়াড় নয় সে। আমাদের উচিত দলের খেলোয়াড়ের উপর আস্থা রাখা ও সমর্থন দেওয়া।’

আগামী টি-টোয়েন্টি বিশ^কাপ পর্যন্ত ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ই থাকবেন বলেও নিশ্চিত করেছেন জয় শাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =