আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৩ – আগামী মাসে চার দিনের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর বাসস

আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সিলেটে উড়ে যাবে ক্যারিবীয়রা।

সিরিজের সবক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস)। ১৬ মে থেকে প্রথম ম্যাচ শুরু হবে।

আউটার স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এসআইসিএসের মূল ভেন্যুতে ৩০ মে থেকে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।

৩ জুন বাংলাদেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ দল।

গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজে সফর করেছিলো বাংলাদেশ এ দল। এটি ক্যারিবীয়দের ফিরতি সফর। ঐ সফরে দু’টি চারদিনের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। দু’টি চারদিনের টেস্ট ম্যাচ ড্র হলেও, ১টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাবার কারনে ওয়ানডে সিরিজ ১-১ এ সমতায় শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × two =