আঙ্গুলে চোট লাগায় টেস্ট সিরিজ খেলতে পারবেন না মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে অপরাজিত ৩৭ রানের ইনিংসে দলকে ম্যাচ ও সিরিজ জেতান মুশফিকুর রহিম। ট্রফি হাতে ফটোসেশনের আগে তার হেলমেট নিয়ে খুনসুটি উদযাপনের আনন্দ বাড়িয়ে দেয় আরও। তারপরই এসেছে দুসংবাদ। শেষ ম্যাচে উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পান তিনি।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। আপাতত তার টেস্ট সিরিজে খেলা অনিশ্চিত। মেডিকেল বিভাগ চূড়ান্তভাবে নিশ্চিত করলে আমরা তার ইনজুরি নিয়ে বিস্তারিত তথ্য আমরা জানাবো এবং সময়মতো তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হবে।’

সাধারণত এমন ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক। তাসকিন আহমেদের করা একটি ডেলিভারি গ্লাভসে নিতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। ওই সময় ধারাভাষ্যকাররাও আঘাত দেখে গুরুতর মনে করেন। ম্যাচ শেষে করা পরীক্ষায় জানা যায়, আপাতত খেলা চালিয়ে যেতে পারবেন না তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − eleven =