আজ কনসার্ট ফর পাওমুম

বান্দরবানে আদিবাসী শিশুদের স্কুল নির্মাণসহ উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে অর্থায়নের অংশ হিসেবে কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে ঝিড়ঝিড়, থার্ড স্পেস এবং টিম পাওমুম।চ্যারিটি শো ‘কনসার্ট ফর পাওমুম’ অনুষ্ঠিত হবে বিরুলিয়ার ‘দ্য মার্কেটপ্লেসে’।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠেয় কনসার্ট শো অনলাইনেও দেখা যাবে।কনসার্টে অংশ নিচ্ছে: জলের গান, কার্নিভাল, রণপা, আইনুস মহল্লা, ফিরোজ জং এবং বক্ররেখা।

কনসার্টে টিকেটের দাম (অনলাইন): ২৫০ টাকা; (অফলাইন): ৫০০ টাকা। টিকেটের জন্য যোগাযোগ: ০১৭২৭৩২৩০২৫

সারাবাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 5 =