আজ চিত্রনায়ক সিয়ামের জন্মদিন

আজ নায়ক সিয়ামের জন্মদিন। একমাত্র ছেলে য্যায়নের সঙ্গে প্রথমবার নিজের জন্মদিন উদযাপন করেন। আর তাই এবারের দিনটি তার জন্য অন্যরকম ভালো লাগার। জন্মদিনের প্রথম প্রহরেই একমাত্র ছেলে ও পরিবারের সঙ্গে কেক কাটেন সিয়াম। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন।

সিয়াম আহমেদ বলেন, ‘পরিবার ছাড়া জন্মদিনের কথা ভাবতেও পারি না। যেহেতু বাবা হওয়ার পর এটা আমার প্রথম জন্মদিন তাই আমার ছেলের সঙ্গে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটবে। আবার আমার ফ্যান ক্লাবের আয়োজনে জন্মদিনকে ঘিরে অনুষ্ঠানে অংশগ্রহণ করা হতে পারে।

মূলকথা, সবার সঙ্গে থেকে, পাশে থেকে দিনটিকে আমি উপভোগ করতে চাই। অবশ্যই পরিবার সবার আগে এবং যাদের অফুরন্ত ভালোবাসায় আমি আজকের সিয়াম, তাদের ভালো লাগা ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়ে নিজের মতো করেই দিনটি কাটাব। সবার দোয়া চাই যেন আমি আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সেই সঙ্গে আগামীতে যেন আরো ভালো ভালো গল্পের সিনেমায় অভিনয় করতে পারি।’

দ্বিতীয়বারের মতো তার হাতে উঠে আসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর আগে সিয়াম চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আর ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সিয়াম রনি ভৌমিক পরিচালিত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় অভিনয়ের জন্য আবারও সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

সিয়াম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। এতে সিয়ামের বিপরীতে ছিলেন পরীমণি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + five =