আজ মৌসুমীর জন্মদিন

আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে দিনটিতে তিনি দেশে নেই। মেয়ের নাগরিকত্ববিষয়ক কিছু কাজকর্ম এবং সেখানে অবস্থানরত মাকে দেখতে তিনি দেশটিতে গেছেন। ওখানেই আজকের দিনটি পালন করবেন বলে জানিয়েছেন এ নায়িকা। ঘরোয়াভাবে কেক কাটার পাশাপাশি আমেরিকার কিছু বাঙালি কমিউনিটির অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মৌসুমী

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবার, প্রিয়জনরাই এ দিনকে ঘিরে বেশি আনন্দ উচ্ছ্বাসে থাকেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। সংবাদ মাধ্যমগুলোও বিশেষ আয়োজন করে, সেটাও ভালোলাগার। এখন যেহেতু দেশের বাইরে আছি, তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। খুব মিস করছি সানী ও আমার ছেলেকে।’

আরিফা পারভিন জামান মৌসুমী। ধুমকেতুর মত আলোকবর্তিকা হয়ে এসেছিলেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনয়, পরিচালনা,প্রযোজনা ও লেখালেখির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্য এক মাত্রায় – উচ্চতায়। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তকুল শ্রদ্ধার সাথে ডাকেন প্রিয়দর্শনী নামে। নিজ কর্মগুনে জাতীয় পুরুস্কার সহ অজস্র পুরুস্কারে অর্জন করেছেন তিনি। আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। জন্মদিনে রঙ বেরঙের পক্ষ থেকে জানাই অজস্র শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 11 =