আনিকার গানে মডেল নারগিস ফাখরি

‘পালাবি কোথায়’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন আনিকা। গানটির মধ্য দিয়ে আবার বাংলাদেশের গানে মডেল হিসেবে হাজির হচ্ছেন বলিউডের নায়িকা নারগিস ফাখরি। মঙ্গলবার (২৬ জুলাই) গানটির ফার্স্টলুক টিজার প্রকাশিত হয়েছে।

তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। চিত্রধারণ করা হয়েছে মুম্বাইয়ে। টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব শিগগিরই ‘পালাবি কোথায়’ গান-ভিডিওটি মুক্তি পেতে যাচ্ছে।

গান-ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত আনিকা। তিনি বলেন, ‘এ গান আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশন। তাপস ভাই এবং ভাবীর কাছে কৃতজ্ঞ তারা যে আমার ভেতর থেকে সত্যিকার আমাকে খুঁজে এনেছেন। এমন একটি গান দিয়েছেন। সবার ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’

তরুণ প্রজন্মের মেধাবী গায়িকা তাসনিম আনিকা। ‘খোলা আকাশ’, ‘ইচ্ছেরা’, ‘পারি না’, ‘অভিমান’, ‘পাগলামি’, ‘কাঁটাতার’, ‘লুকোচুরি প্রেম’ ইত্যাদি মৌলিক গানে তিনি স্বকীয়তা প্রকাশ করেছেন। স্টেজ শো’তেও তার পরিবেশনা অনবদ্য।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + four =