আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেয়েও গ্লাসগোতে গ্রেটা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসছে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে কপ ২৬। আর এই সম্মেলনে উপলক্ষে লন্ডন থেকে গ্লাসগোতে পৌঁছেন জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। যদিও এই শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

লন্ডনের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ট্রেনে চেপে গ্লাসগোর উদ্দেশে রওনা হন ১৮ বছর বয়সী গ্রেটা। এর আগে এই কিশোর সুইডিশ জলবায়ু কর্মী আর্থিক ব্যবস্থার জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধ করার দাবিতে লন্ডনে এক বিক্ষোভে অংশ নেন। সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

গ্লাসগোতে রওনার হওয়ার আগে গ্রেটা বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেন, রাজনীতিবিদদের উপর চাপ বজায় থাকলে কপ ২৬ সম্মেলনে পরিবর্তন সম্ভব। তবে তিনি জানিয়েছেন, সম্মেলনে তাকে বক্তব্য দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ গ্রেটা দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের আহ্বান জানিয়ে আসছেন।

ধরিত্রীর সুরক্ষায় করণীয় নিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে (কপ-২৬)। ২০৩০ সালের মধ্যে কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে আনা যায় এমন পরিকল্পনা নিয়ে বিশ্বের দুইশ’ দেশের প্রতিনিধি গ্লাসগোতে জড়ো হচ্ছেন। বিশ্বকে সুরক্ষায় এই সম্মেলনের সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচানোর প্রচেষ্টা কতটা কাজ করবে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × one =