বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, এবার ওয়ানডে থেকেও অবসর ঘোষণা করলেন। ফলে দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব সতীর্থ, কোচ, বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ, যারা আমাকে সমর্থন করেছেন। বড় ধন্যবাদ বাবা-মা, শ্বশুর-শাশুড়িকে। বিশেষ করে বড় ভাই ইমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার কোচ ও মেন্টর ছিলেন। সবশেষে আমার স্ত্রী, সন্তানদের ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সব কিছুর শেষ ঠিকভাবে হয় না। তবে হ্যাঁ বলে সামনে এগিয়ে যাওয়াটা উচিত।’
গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে, যেখানে মাহমুদউল্লাহর নাম রাখা হলেও তিনি নিজেই সেই তালিকা থেকে নিজেকে সরিয়ে নেন। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, হয়তো এখানেই শেষ হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।