আন্দোলনে আহতদের সাহায্যার্থে বামবার কনসার্ট

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও তাঁদের পরিবারকে সহযোগিতার লক্ষ্যে একটি বিশেষ কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন)। কনসার্টের শিরোনাম ‘মুক্তি কনসার্ট’। ৩১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হতে পারে কনসার্টটি।

১৯ আগস্ট বামবার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কনসার্টে কারা গাইবেন বা কোথায় অনুষ্ঠিত হবে কনসার্ট, সে ব্যাপারে এখনো নিশ্চিত করেনি বামবা কর্তৃপক্ষ। ফেসবুক পেজে বলা হয়েছে, ‘৩১ আগস্ট ঢাকায় মুক্তি কনসার্টে আমাদের সঙ্গে যোগ দিন। একটি মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। বামবা এই দিনব্যাপী অনুষ্ঠান উপস্থাপন করতে পেরে গর্বিত, যেখানে শীর্ষ বাংলাদেশি ব্যান্ড এবং আরও অনেক কিছু আছে। কিন্তু এই কনসার্টটি শুধু সংগীতের চেয়ে বেশি, এটি একটি কল টু অ্যাকশন। আমরা ছাত্র আন্দোলনের আহত বিপ্লবী এবং যাঁরা স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছে, তাঁদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

এ বিষয়ে জানতে বামবার সহসভাপতি ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা পরিকল্পনা করেছি ৩১ আগস্ট কনসার্টটি করব। আমাদের প্রথম পছন্দ ঢাকার আর্মি স্টেডিয়াম। আগামীকাল (আজ) হয়তো নিশ্চিত হতে পারব, ৩১ তারিখে আমরা স্টেডিয়াম পাব কি না। না পাওয়া গেলে বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে হবে। কনসার্টে বামবার সদস্য ব্যান্ডগুলোর পাশাপাশি অন্য ব্যান্ড ও শিল্পীরাও অংশ নিতে পারেন। তবে পুরো পরিকল্পনাটা জানাতে পারব ভেন্যু নিশ্চিত হওয়ার পর। তখন আমরা একটি সাধারণ সভা করে পুরো পরিকল্পনা নিশ্চিত করব।’

টিপু আরও জানিয়েছেন, মুক্তি কনসার্ট থেকে প্রাপ্ত তহবিল সরাসরি আহতদের চিকিৎসার জন্য এবং তাঁদের পরিবারকে সহযোগিতার জন্য ব্যয় হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 2 =