আবদুল আলীমের গান গাইল জলের গান

‘পরের জায়গা পরের জমি’- কিংবদন্তি লোকসংগীতশিল্পী আবদুল আলীমের বিখ্যাত এ গান এবার শোনা যাচ্ছে নতুন কণ্ঠ ও সংগীতায়োজনে। গানটি নতুন আবহে নিয়ে এসেছে জলের গান। বুধবার (১৩ অক্টোবর) এটির স্টুডিও ভার্সনটি অবমুক্ত হয়েছে ‘আইপিডিসি আমাদের গান’ নামের ইউটিউব চ্যানেলে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড জানায়, এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য দেশের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা। সেকারণেই কিংবদন্তি আবদুল আলীমের গানটি এবার নতুনভাবে নির্মাণ করা হয়েছে।

‘পরের জায়গা পরের জমি’র কথা ও সুর আরেক বরেণ্য সংগীতশিল্পী আবদুল লতিফের। গানটি আবদুল আলীমের গলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।নতুনভাবে এর সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া, সার্বিক পরিকল্পনায় আছেন রাশিদ খান।

এতে জলের গানের সদস্যরা অংশ নিয়েছেন। দলটি এর আগে একই আয়োজনে কবিয়াল রমেশ শীলের জনপ্রিয় গান ‘স্কুল খুইলাছে’ গেয়ে আলোচনায় আসে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen + 15 =