আবার বাংলাদেশের গানে কুমার শানু

ছয় বছর পর আবার বাংলাদেশের জন্য গাইলেন কুমার শানু। তার সাথে গেয়েছেন বাংলাদেশের সারিতা রাহাত। তবে এবারের গানটি চলচ্চিত্রের নয়। ‘চল আরও একবার’ শিরোনামের সিঙ্গেলটির কথা, সুর এবং সংগীত করেছেন পল্লব গৌতম। প্রোডাকশন হাউস ‘বেলাশেষে’ থেকে নির্মিত মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এম এইচ রিজভী। ভারতের হিমাচল প্রদেশের মানালিতে হয়েছে গানচিত্রের শুটিং।

গানটি প্রসঙ্গে কুমার শানু বলেন, ‘এটা খুবই রোমান্টিক একটা গান। গানটি শুনলে শ্রোতারা নব্বই দশকের কুমার শানুকে খুঁজে পাবেন।’

রিজভী বলেন, ‘শানু দাদা আমার প্রিয় শিল্পী। আমি চেষ্টা করেছি শানু দাদার গলার জাদুটাকে ভিডিওতে প্রকাশ করার।’

‘চল আরও একবার’ গানচিত্রে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভী। থাকবেন কুমার শানুও। কোরিওগ্রাফি করেছেন সুভাশীষ।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 14 =