আয়ুষ্মানের গানের অনুষ্ঠানে উড়ে এলো টাকা

আয়ুষ্মান খুরানা যতখানি অভিনয়ের, ঠিক ততখানি গানের। নিজের অভিনীত অনেক সিনেমায় গেয়েছেন। একক গানও আছে তাঁর। ‘আয়ুষ্মানভব’ নামে তাঁর একটি ব্যান্ডও আছে। এ ব্যান্ড নিয়ে আয়ুষ্মান এখন যুক্তরাষ্ট্র সফরে। গত ১৪ নভেম্বর শিকাগোতে শুরু হয়েছে তাঁর এ সংগীতসফর। ২৪ নভেম্বর পর্যন্ত গাইবেন নিউ ইয়র্ক, সান জোসে, নিউ জার্সি ও ডালাসে আয়োজিত বিভিন্ন কনসার্টে।

সম্প্রতি নিউ ইয়র্কে পারফর্ম করছিলেন আয়ুষ্মান। তাঁর অন্যতম জনপ্রিয় গান ‘পানি দা রঙ’ গাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটল, যাতে নিজেই বিস্মিত আয়ুষ্মান।

তাঁর ব্যান্ড সদস্যরা তখন পানি দা রং-এর টিউন বাজাচ্ছিলেন। গানের ফাঁকে পানি খাওয়ার জন্য কয়েক মুহূর্তের বিরতি নিয়েছেন আয়ুষ্মান। এমন সময় হঠাৎ এক ভক্ত ডলারের বান্ডিল ছুড়ে দেন গায়কের দিকে। ঘটনার আকস্মিকতায় হতবাক আয়ুষ্মান। মুচকি হেসে তাকান। ব্যান্ডের আরেক সদস্য তখন বাঁশিতে সুর তুলছিলেন। ইশারায় তাকে থামাতে বলেন। এরপর নিজেকে সামলে মাইক্রোফোন হাতে নিয়ে বিনয়ের সঙ্গে ওই ভক্তকে অনুরোধ করেন, এ ধরনের কাজ না করার জন্য।

আয়ুষ্মান বলেন, ‘ভাই, এটা করবেন না প্লিজ। এ সব না করে টাকাগুলো বরং দান করে দিন। তাতে অনেক অসহায় মানুষ উপকৃত হবে। বুঝতে পারছি, আপনারা আমাকে ভালোবাসেন। সেটাকে যথেষ্ট সম্মান জানাই। কিন্তু এভাবে টাকা ছুড়বেন না। আমি এ অর্থ দিয়ে কী করব বলুন? আপনি এটা দিয়ে খোলা মনে চ্যারিটি করুন, কাউকে না জানিয়ে, না দেখিয়ে।’

আয়ুষ্মানের কথা শুনে দর্শকসারিতে তখন হাততালির ঝড়। সবাই তাঁর এ মনোভাবের প্রশংসায় উচ্ছ্বসিত। এরপর ফের নিজের কাজে মজলেন আয়ুষ্মান, গানের বাকি অংশ গাইতে শুরু করলেন। সোশ্যাল মিডিয়াতেও আয়ুষ্মানের এ বক্তব্য ছড়িয়ে পড়েছে, প্রশংসিত হচ্ছে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের আরেকটি কনসার্টেও এমনটা ঘটেছিল আতিফ আসলামের সঙ্গে। মঞ্চে পারফর্ম করছিলেন আতিফ। হঠাৎ এক ভক্ত তাঁর ওপর বৃষ্টির মতো টাকার বর্ষণ শুরু করেন। সেদিন গান থামিয়ে ওই ভক্তকে অনুরোধ করেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − 9 =