আর্জেন্টিনাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিল

অনূর্ধ্ব ১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতলো ব্রাজিল। এ নিয়ে ১৩তম বারের মতো শিরোপা ঘরে তুললো ব্রাজিলের যুবারা। খবর বাসস

ইকুয়েডরের মাঠে অনুষ্ঠিত এবারের আসরের চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। চূড়ান্ত পর্বে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পায় ব্রাজিল। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় ইকুয়েডর। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান লাভ করে  গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চূড়ান্ত পর্বের শেষ রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে ইকুয়েডর। এই ম্যাচের আগে ব্রাজিল ও ইকুয়েডরের পয়েন্ট সমান ১০ করে ছিলো।

শেষ রাউন্ডের ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে হারায় আর্জেন্টিনাকে। ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে ইকুয়েডর। ভেনেজুয়েলাকে হারালেই গোল পার্থ্যকে এগিয়ে থেকে শিরোপা জিততে পারতো ইকুয়েডর।

এই চ্যাম্পিয়নশিপের সেরা চার দল হিসেবে  কনমেবল অঞ্চল থেকে আগামী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা আর ভেনেজুয়েলা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =