আলী যাকের সম্মাননা পেলেন ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ

‘আলী যাকের সম্মাননা ২০২১’ পেলেন নাট্যব্যক্তিত্ব  ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার সেগুন বাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ‘চিত্রপটে চিত্রকর’ শীর্ষক এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আগুন্তুক রেপার্টরি।

তাহনীলা ইসলামের নেতৃত্বে সংগীত ভবনের শিক্ষার্থীরা অনুষ্ঠানে সূচনা নৃত্য পরিবেশন করেন। পরে সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সারা যাকের।অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন হাসান আরিফ, সংগীত পরিবেশন করেন জলের গানের রাহুল আনন্দ।

এছাড়া আগুন্তুক রেপার্টরির শিল্পীরা ‘বাকি ইতিহাস’ নাটকের অংশ বিশেষ পাঠ করেন। দেশ নাটকের শিল্পীরা পাঠ করেন ‘দর্পণে  শরৎশশী’ নাটকের অংশ। সময় নাট্যদলের শিল্পীরা পাঠ করেন ‘ভাগের মানুষ’ নাটকের অংশ এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের শিল্পীরা ‘কপোর্নিকের ক্যাপ্টেন’ নাটকের অংশ পাঠ করে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পান্থ শাহরিয়ার ও ত্রপা মজুমদার।

ইত্তেফাক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 − ten =