আশরাফুল ঈদের নাটকে অভিনয় করলেন

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আসন্ন ঈদে ছোট পর্দায় হাজির হতে যাচ্ছেন। তবে খেলায় নয়, নাটকে। ‘ঈদ টুর্নামেন্ট’ নামের নাটকে অভিনয় করতে দেখা যাবে এই দাপুটে ক্রিকেটারকে। টিপু আলম মিলনের গল্পে ও সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

নাটকের গল্পে দেখা যাবে, মাসুম গোলদার নিউ টিম বরিশাল নামে নতুন একটি দল গঠন করেন এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ভুল বুঝিয়ে এই দলের হয়ে খেলতে রাজি করান। গ্রামের মানুষদের ক্রিকেটার আশরাফুলের সঙ্গে ছবি তোলা, ভিডিও কলে কথা বলিয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেন মাসুম। পরে মোহাম্মদ আশরাফুল নিউ টিম বরিশালের হয়ে খেলতে বরিশালে যান। আশরাফুলকে দেখতে হাজারো মানুষের ভিড় লেগে যায়। ধীরে ধীরে ফাঁস হতে থাকে মাসুম গোলদারের কুকীর্তি!

নাটকটিতে ক্রিকেটার আশরাফুল ছাড়াও মাসুম গোলদার চরিত্রে রাশেদ সীমান্ত, জেনিফার চরিত্রে মিহি, ওলিউল হক রুমি, শফিক খান দিলু, নিলা ইসলামসহ অনেকে অভিনয় করেছেন। বৈশাখী টেলিভিশনে ঈদের ৭দিন রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 − 2 =