আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ

নূর ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আবু নাজেম মোহাম্মদ আলী ও মাতা আমিনা বেগম। নূর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এখনো দর্শক তার মাঝে বাকের ভাইকেই খুঁজে বেড়ায়। তার অভিনয় জীবনের সবচেয়ে আলোচিত চরিত্র হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকের বাকের ভাই। বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি। তিন দশক পরেও এই নাটকের কথা দর্শক ভোলেনি, এখনো দর্শক নিজে থেকে আগ্রহ নিয়ে ইউটিউবে এই নাটক দেখেন। জনপ্রিয় এই চরিত্রের রূপকার বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল তারকা, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জীবন্ত কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন আজ সোমবার।

‘কোথাও কেউ নেই’ নাটকে আসাদুজ্জামান নূর অভিনয় করেছিলেন বাকের ভাই চরিত্রে আর জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছিলেন মুনা চরিত্রে। দুটি চরিত্র দর্শকের মনে এতটাই গেঁথে গিয়েছে যে এখনো দর্শক তাদের ভোলেনি। দর্শক এখনো এই জুটিকে নাটকে দেখার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিয়ত। আবার রাজনৈতিক জীবনেও সফল দুজন। আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীও হয়েছিলেন। বর্তমানে তিনি সংসদ সদস্য। অন্যদিকে সুবর্ণা মুস্তাফাও সংসদ সদস্য।

তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, নূর ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি তিনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। সংস্কৃতি অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ আরও বাড়ুক এবং মাঝে মাঝে ভালো গল্পের নাটকে অভিনয় করলেও ভালো হয়।

আসাদুজ্জামান নূর জানান, বছরের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক একটি দিন কাটবে তার। তিনি বলেন, আমি আমার জন্মদিনকে ঘিরে কোনো আয়োজনে অংশগ্রহণ করিনা। আমার ৫০তম, ৬০তম এবং ৭৫ বছরেও যখন পা রেখেছিলাম তখন আমার নাট্যদলকে কোনো বিশেষ আয়োজন করতে নিষেধ করেছিলাম। ছোটবেলাতেও আমার জন্মদিন বিশেষভাবে উদ্যাপন করা হতো না। বাড়িতে হয়তো সেদিন মা একটু বেশি রান্না করতেন। আর তেমন বিশেষ কিছু নয়। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ’ থাকি ভালো থাকি। আপনারাও সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে চার দশকের বেশি সময় ধরে মঞ্চে অভিনয় করছেন নূর। এই দলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন ‘তৈলো সংকট’ নাটকে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘রঙ্গের ফানুষ’ নাটকে। ছাত্র জীবন থেকে রাজনীতি, তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তারপর চাকরি জীবন থেকে অভিনয় শুরু করেন তিনি। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে আসাদুজ্জামান নূর চার দশকের বেশি সময় ধরে মঞ্চে অভিনয় করছেন। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘রঙ্গের ফানুষ’ নাটকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × five =