ইউল্যাবে অনুষ্ঠিত হলো ডিআইএমএফএফ ২০২৬-এর প্রেস কনফারেন্স

ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর প্রেস কনফারেন্স বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি সকাল ১০টায় ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ কর্তৃক উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। এই উৎসবে ২৪টি দেশের নির্মাতারা অংশ নেবেন, যেখানে মোট ১৩১টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্য থেকে ছয়টি বিভাগে ২৫টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। বিভাগগুলো হলো ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিক্যাল ফিল্ম, ওয়ান মিনিট, সিটিজেন জার্নালিজম এবং আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট। উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউল্যাব স্থায়ী ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারে।

প্রথম বিভাগটি হলো শর্ট ফিল্ম, যেখানে শুধুমাত্র স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বিজয়ী পাবেন ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’।এই বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো আলোকলতা — অতনু বিশ্বাস (বাংলাদেশ),দ্য সিক্সথ এলিমেন্ট — সুদীপ্ত সরকার (বাংলাদেশ),গো ওয়ান্ডারিং — ওয়েনহাও ঝাং (চীন),সেলস — আল মিনার মাহমুদুর রেজা (ভারত), পুটি — জেরেমি ইভানজেলিস্তা রিভেরা (ফিলিপাইন),ফ্যামিলি ট্রিও — ওয়েই-না চিয়েন (চীন),ফার্স্ট কাট — কিয়ুংরক কিম (কোরিয়া), ফ্রম অ্যান্ড টু নেচার, উই রিটার্ন — বিশয় আদেল (মিশর)

দ্বিতীয় বিভাগটি হলো ওয়ান মিনিট ফিল্ম। এখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সর্বোচ্চ এক মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র নিয়ে অংশ নিতে পারবে। বিজয়ী পাবেন ‘ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড’।এই বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো অফারিংস — ওয়াসিক আহনাফ চৌধুরী, আয়ান হুসাইন (বাংলাদেশ),মাইকেল: ফ্রম টিস্যুস টু টেরর — জারিফ জামান, আজফার আমিন ইলহাম (বাংলাদেশ), মাই আনকুয়েঞ্চেবল ক্রিসেন্ট — কোভসার গুরবান (আজারবাইজান), আনটোল্ড ড্রিমস — আব্যাজ আলিন্দ (বাংলাদেশ),দ্য লাস্ট রিং — আব্যাজ আলিন্দ (বাংলাদেশ)

তৃতীয় বিভাগটি হলো ভার্টিক্যাল ফিল্ম ক্যাটাগরি, যেখানে শুধুমাত্র উল্লম্ব ফরম্যাটে নির্মিত চলচ্চিত্র অংশ নিতে পারবে। এই বিভাগের বিজয়ী পাবেন ‘ডিআইএমএফএফ বেস্ট ভার্টিক্যাল ফিল্ম’ পুরস্কার।এই বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো দ্য প্রে — জয়চন্দ্র হাশমি (ভারত), অ্যারাইজ মাই লাভ — এম. সি. জনেট (যুক্তরাষ্ট্র), আওজো (ইভিল আই) — আহাদুর রহমান (বাংলাদেশ)

চতুর্থ বিভাগটি হলো ওপেন ডোর, যা সবার জন্য উন্মুক্ত। এই বিভাগের বিজয়ী পাবেন ‘ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’।এই বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো কংক্রিট ইকোস — মোস্তফা বরজুয়ান দাস্তজেরদি (ইরান),দ্য অবজার্ভড — ঝিভকো জিদারভ (বুলগেরিয়া),কাটা — মার্তা রেনজি (যুক্তরাষ্ট্র), ইন দেয়ার ওন টাইম — সৌর্য দীপ্ত (ভারত), লিমারেন্ট পিটসবার্গ — অ্যান সিয়েকো (যুক্তরাষ্ট্র)

এ বছর সিটিজেন জার্নালিস্ট ও কর্মীদের জন্য সিটিজেন জার্নালিজম বিভাগ চালু করা হয়েছে । এই বিভাগে বাস্তব সমস্যা, সামাজিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন কিংবা অবহেলিত সম্প্রদায়ের কণ্ঠস্বর তুলে ধরা হবে। বিভাগটি সবার জন্য উন্মুক্ত এবং বিজয়ী পাবেন ‘এমএসজে বেস্ট সিজে অ্যাওয়ার্ড’।এই বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো দ্য হোয়াইট গোল্ড অব আনকিয়ালো — ঝিভকো জিদারভ (বুলগেরিয়া),মোহাম্মদ আয়ুব: ১৩ বছর বয়সী শিশুশ্রমিকের অজানা গল্প — তানভীর জাওয়াদ (বাংলাদেশ),ওয়েভস অব হোপ — তানভীর জাওয়াদ (বাংলাদেশ), আ ভেরি ক্লিয়ার সানরাইজ — অসমিতা পাল (ভারত)

এ বছর আরও একটি অতিরিক্ত পুরস্কার বিভাগ যুক্ত করা হয়েছে আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড। এই পুরস্কার দেওয়া হবে এমন কোনো ক্রু সদস্যকে, যার অসাধারণ দক্ষতা ও সৃজনশীলতা চলচ্চিত্রের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। তিনি হতে পারেন সাউন্ড ডিজাইনার, সম্পাদক, অভিনেতা, চিত্রগ্রাহক কিংবা চিত্রনাট্যকার। নির্বাচিত ক্রু সদস্য পাবেন ‘আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট’ পুরস্কার।

ডিআইএমএফএফ ২০২৬-এর জন্য চারজন জুরি রয়েছেন। শর্ট ফিল্ম, ওয়ান মিনিট ও ভার্টিক্যাল বিভাগে রয়েছেন দীপেন্দ্র গৌচান এবং শেখ রাজিবুল ইসলাম। ওপেন ডোর ও সিটিজেন জার্নালিজম বিভাগে রয়েছেন লিওন দেস্ক্লোজো এবং লীসা গাজী।

এ বছর ডিআইএমএফএফ স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় এবং ইনফিনিক্সের উপস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। প্রিন্ট ও অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দ্য ডেইলি সমকাল। অনলাইন মিডিয়া পার্টনার ঢাকা পোস্ট ও ইত্তেফাক। যুব সম্পৃক্ততা পার্টনার টিবিএস গ্র্যাজুয়েট এবং ব্রডকাস্ট পার্টনার চ্যানেল আই। ডিজিটাল মিডিয়া পার্টনার দ্য কাস্টর এবং ম্যাগাজিন পার্টনার রঙ বেরং। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ভিশন, ঢাকা জার্নাল ও মাছরাঙা। ক্যাম্পাস টিভি পার্টনার ইউল্যাব টিভি। ইভেন্ট পার্টনার টিকমার্ক এবং ডকুমেন্টেশন পার্টনার লুমিয়ের মোমেন্টস ও বিভোর প্রোডাকশন।

ডিআইএমএফএফ ২০২৬-এর জুরি বোর্ড দুটি ভাগে গঠিত। শর্ট ফিল্ম, ওয়ান মিনিট ও ভার্টিক্যাল বিভাগের জন্য রয়েছেন নেপালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক দীপেন্দ্র গৌচান এবং বাংলাদেশের চিত্রগ্রাহক ও পরিচালক শেখ রাজিবুল ইসলাম। ওপেন ডোর ও সিটিজেন জার্নালিজম বিভাগের জন্য রয়েছেন ফরাসি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক লিওন দেস্ক্লোজো এবং বাংলাদেশি-ব্রিটিশ লেখক, থিয়েটার পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা লীসা গাজী।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর জাহরা নুসরাত, এইচআর ও স্ট্রেজটিক ম্যানেজার এস. এম. রাহনুমা অপসরা, ফেস্টিভ্যাল কো- অর্ডিনেটর সোহান শেখ এবং পিআর ও মিডিয়া ম্যানেজার মোস্ত. রাফিয়া সুলতানা। তারা উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

প্রথম দিন: https://bit.ly/dimff26day1

দ্বিতীয় দিন: https://bit.ly/dimff26day2

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 2 =