ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভাল (ডিআইএমএফএফ) ‘দ্য পাওয়ার অব এডিটিং: ফ্রম টাইমলাইন টু বিগ স্ক্রিন’ শীর্ষক এক বিশেষ মাস্টারক্লাসের আয়োজন করা হয়।যেটি পরিচালনা করেন খ্যাতনামা চলচ্চিত্র সম্পাদক সালেহ সোবহান আনিম।
ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের পি-এ ৩০২ নম্বর কক্ষে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয় গত ২১ জুন।
ইউল্যাবের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাস্টারক্লাসে চলচ্চিত্র সম্পাদনার শৈলী ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। সমালোচকদের প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্র প্রকল্পে কাজের জন্য সুপরিচিত সালেহ সোবহান আনিম অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে র’ ফুটেজ থেকে শুরু করে পূর্ণাঙ্গ চলচ্চিত্রে রূপান্তরের সৃজনশীল ও কারিগরি প্রক্রিয়া নিয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।
সেশনজুড়ে শিক্ষার্থীরা পোস্ট-প্রোডাকশনের পূর্ণাঙ্গ কার্যপ্রবাহ, অমার্জিত ফুটেজের ব্যবহার থেকে শুরু করে উন্নত সম্পাদনার কৌশল পর্যন্ত হাতে-কলমে শিখার সুযোগ পান। বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এই শিক্ষা তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতে দক্ষভাবে চলচ্চিত্র নির্মাণে সক্ষম করেছে।
সালেহ সোবহান আনিম শিক্ষার্থীদের এমন সব ব্যবহারিক দক্ষতা, সৃজনশীল কৌশল এবং পর্দার আড়ালের অভিজ্ঞতা শেয়ার করেন, যা সাধারণ পাঠ্যবইয়ে পাওয়া যায় না। তার এই মাস্টারক্লাস নবীন চলচ্চিত্র নির্মাতা ও সম্পাদকদের জন্য ছিল এক অসামান্য শিক্ষণীয় অভিজ্ঞতা, যা তাদের প্রযুক্তিগত দক্ষতা ও গল্প বলার ক্ষমতা উভয়কেই সমৃদ্ধ করে তোলে।