ইত্যাদিতে একসঙ্গে গাইবেন প্রতীক ও প্রীতম

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসানের। তাঁদের বাবা প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলু গান গেয়েছেন ইত্যাদির মঞ্চে। মিলুর জীবনের শেষ সাক্ষাৎকারটিও প্রচারিত হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। মিলুর দুই সন্তান প্রতীক ও প্রীতমকে প্রথমবার টিভি পর্দায় দেখা গিয়েছিল ইত্যাদিতে। এ অনুষ্ঠানের মঞ্চেই প্রথম একসঙ্গে জুটি বেঁধে গান করেছিলেন তাঁরা দুই ভাই। এবারের ঈদে আবারও একসঙ্গে ইত্যাদির মঞ্চে আসছেন প্রতীক-প্রীতম।

ঈদে প্রচারের জন্য তৈরি হচ্ছে এবারের ইত্যাদি। সেখানে ফোক ও আধুনিকের সমন্বয়ে তৈরি হচ্ছে একটি গান। কণ্ঠ দিয়েছেন মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন ৮ জন তরুণ বিট বক্সার। ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির সেটে গানটির চিত্রধারণ করা হয়।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 1 =