ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত

সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় তিনি। প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়েই চলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বসিরহাটের তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহানের। আরও একবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হলেন তিনি। ‘পর্নোগ্রাফিতে অভিনয় করার’ মতো পরামর্শও দেওয়া হল অভিনেত্রীকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করেন অভিনেত্রী। দু’টিই বেডরুমে বিছানার উপর শুয়ে থাকা অবস্থায় তোলা হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ক্যাপশনে লিখেছেন, “ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ”। আদতে এধরনের ক্যাপশনের মাধ্যমে অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই অভিনেত্রী-সাংসদ বোঝাতে চেয়েছেন বলেই দাবি তার ঘনিষ্ঠমহলের।

নুসরাত জাহানের ছবি পোস্ট হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ ছবির ক্ষেত্রেও অন্যথা হয়নি। একদল নেটিজেন নুসরতের ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই তার রূপের প্রশংসা করেছেন।

তবে সমালোচকেরও অভাব নেই। কেউ কেউ আরও একবার ধর্মের কথা উল্লেখ করে এই ধরনের ছবির জন্য খোঁচা দিয়েছেন নুসরাতকে।

আবার অনেক সমালোচক তার রাজনৈতিক পরিচিতির কথা আরও একবার স্মরণ করিয়ে দেন। একজন সাংসদের এই ধরনের পোশাক পরে ‘খোলামেলা’ ছবি দেওয়া অনুচিত বলেই মত তাদের। আবার এক নেটিজেন তাকে পর্ন ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন। সেই ভিডিওটি দেখার ইচ্ছাপ্রকাশও করেছেন।

দাম্পত্য, বিচ্ছেদ, বিচ্ছেদের পর প্রেম এমনকী সন্তানের জন্ম – নুসরাত ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। তার একের পর এক ভাইরাল ছবি নিয়েও আলোচনা হয়েছে যথেষ্ট। তবে বরাবরের মতো এবারও সমালোচনায় কান দিতে নারাজ নুসরাত জাহান। কারণ, তিনি সবসময় নিজের শর্তে বাঁচেন। তাই তো নেটিজেনদের সমালোচনায় কান দেননি অভিনেত্রী-সাংসদ। পরিবর্তে যশ এবং ছোট্ট ঈশানকে নিয়ে সুখে দিন কাটছে তার।

সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − 2 =