ইফতার পার্টির টাকা দিয়ে ৬ হাজার পরিবারকে খাবার দিল বিসিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে, রমজান মাসে নিয়মিত ইফতার পার্টির পরিবর্তে ৬ হাজার গরীব-দুস্থ পরিবারকে খাবার এবং বিভিন্ন পণ্য সামগ্রীর  প্যাকেট বিতরণ  করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বিসিবির একাডেমি গ্রাউন্ডে গরীব-দুস্থদের মাঝে খাবার এবং  এ সকল  প্যাকেট বিতরণকালে  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা ইতোমধ্যে ৬ হাজার প্যাকেট  তৈরি করেছি, যেখানে খাবার ও প্রয়োজনীয় পন্য সামগ্রী ছিলো। ইতোমধ্যে সেই প্যাকেটগুলো দুস্থ-গরীবদের মাঝে বিতরণ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আমাদের দল আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী  সংগঠনগুলোকে  ইফতারের আয়োজন না করে দুস্থদের মাঝে খাবার বিতরণের নির্দেশনা দিয়েছেন। ইফতার পার্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করার পরিবর্তে সুবিধাবঞ্চিতদের সাহায্য করা গুরুত্বপূর্ণ। বিসিবি থেকেও আমরা প্রতি বছর ইফতার পার্টির আয়োজন করতাম কিন্তু এ বছর প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইফতার পার্টি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আজ আমরা এখানে অনুষ্ঠানের উদ্বোধন করেছি। প্যাকেটগুলো ঢাকার কিছু ভেন্যুতে ও বাইরে বিতরণ করা হবে।’ আজ একাডেমি মাঠে বিসিবি গ্রাউন্ডসম্যান, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মীদের খাবার ও পণ্য সামগ্রীর  প্যাকেট  বিতরণ করেন বিসিবি সভাপতি।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 5 =