ঈদে আসছে ‘লাভ ভার্সেস ক্রাশ ২’

তিন বছর আগে মুক্তি পায় জোভান-মেহজাবীন অভিনীত ‘লাভ ভার্সেস ক্রাশ’। নাটকটি এখনও দর্শকমনে রঙিন হয়ে আছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে আসছে দ্বিতীয় সিজন ‘লাভ ভার্সেস ক্রাশ ২’। এমনটাই জানান নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

নির্মাতা বলেন, ‘‘অনেক দর্শকরাই আমাকে বিভিন্ন সময়ে জিজ্ঞেস করেছেন যে, এটার সিক্যুয়েল কবে আসবে! তাদের জন্য এই ঈদে এটা আমার উপহার। এটাকে আসলে সিক্যুয়াল বলা যায় না, একটা নতুন গল্প নিয়ে কাজটা করেছি। আমরা প্রায় ৫ দিন শুটিং করেছি, আয়োজনে কোনও কমতি রাখিনি। এবারের গল্পে একটু অন্যরকম টুইস্ট রাখার চেষ্টা করেছি, সেটা দর্শক দেখলেই বুঝতে পারবে।’’

ফারহান আহমেদ জোভান বলেন, ‘‘আমাদের তিনজনের কাজগুলোতে দর্শক সবসময়ই নতুন কিছু পেয়ে এসেছেন। সেই জায়গা থেকে ‘লাভ ভার্সেস ক্রাশ’ এর এই সিজনটা করা। খুবই চমৎকার একটা গল্প এবং বেশ ভালো আয়োজন নিয়ে করা হয়েছে। সবকিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। কাজটি সবার ভালো লাগবে।’’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘প্রবীর দাদার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় চমৎকার। ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে অন্যরকম ভালো লাগা আছে, সেটা উপলব্ধি করি। সেই জায়গা থেকেই এর নতুন সিজন নির্মিত হলো।’

নাটকটিতে দুটি গান থাকছে, যেগুলো গেয়েছেন তাহসান খান, সাহিল, আয়েশা মৌসুমি এবং সংগীতায়োজন করেছেন পিরান খান ও আলভি। আসছে ঈদে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে বলে জানান নির্মাতা।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 1 =