ঈদে কর্নিয়ার নতুন গান  ‘শাকালাকা মন’

এবার ঈদে জাকিয়া সুলতানা কর্নিয়া তিনটি গান নিয়ে আসছেন। তারমধ্যে সবচেয়ে বেশি আগ্রহের তালিকায় রয়েছে ‘শাকালাকা মন’। গানটির কথা লিখেছেন অর্জিন। সুর ও সংগীতায়োজনে নাভেদ পারভেজ। ভিডিও নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। এতে নেচে গেয়ে পারফর্ম করেছেন গায়িকা নিজেই। ঈদে কর্নিয়ার ‘শাকালাকা মন’ গানচিত্রটি উন্মুক্ত করা হবে ইউটিউবে আরটিভি মিউজিকের চ্যানেলে।

গানটি নিয়ে কর্নিয়া বলেন, ‘রাস্তা দিয়ে একটা মেয়ে যখন হাই হিল পরে হেঁটে যায় তখন আশপাশে থাকা ছেলেরা অবাক হয়ে থাকিয়ে থাকে। খুশিতে তাদের নাচতে ইচ্ছে করে এমনই গল্প নিয়ে এই গান-ভিডিওটি তৈরি করা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘ভিডিওতে আমি হাই হিল পরেছি, নেচেছি। সব মিলিয়ে খুব এন্টারটেইনিং একটা কাজ হয়েছে। গানটি দর্শক-শ্রোতাদের এবারের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’

এই সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন জাকিয়া সুলতানা কর্নিয়া। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা থেকে তার উঠে আসা। এরইমধ্যে একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − nine =