ঈদে পূজা চেরি’র দুটি সিনেমা মুক্তি পাচ্ছে

আসছে ঈদে পূজা চেরি অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে বলে শোনা যাচ্ছে। পূজা নিজেও ‘শান’ ও ‘গলুই’  সিনেমার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা।

পূজা চেরি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে নায়িকা হয়ে প্রথমবারের মতো কাজ করেছি। এটা অন্যরকম ভালো লাগা। এই সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাচ্ছে। এছাড়া সিয়ামের বিপরীতে ‘শান’ সিনেমাটিও ঈদে মুক্তি পাবে। দুটি সিনেমার প্যাটার্ন ভিন্ন। দুটি সিনেমাই দর্শকদের ভালো লাগবে।’

খোরশেদ আলম খসরু প্রযোজিত ‘গলুই’ পরিচালনা করেছেন এস এ হক অলিক। সরকারি অনুদানের এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব-পূজা। সিনেমায় শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

পূজা চেরি নায়িকা হিসেবে অভিষেক সিনেমা দিয়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্পদিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন এই নায়িকা। হাতে রয়েছে বেশ ক’টি সিনেমার কাজ।

সিয়ামের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন পূজা। সম্প্রতি শেষ করেছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমার কাজ। এটি পূজার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

‘পোড়ামন-২’ ও ‘দহন’-এর পর সিয়াম-পূজা জুটিকে নিয়ে ‘শান’ নির্মাণ করা হয়। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমা পরিচালনা করেন এম রাহিম। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা চেরি ছাড়া এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 12 =