ঈদে বিটিভিতে বিশেষ ব্যান্ড শো

ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন হাজির হচ্ছে বিশেষ অনুষ্ঠান নিয়ে। এরই অংশ হিসেবে প্রচার হবে বিশেষ ব্যান্ড সংগীতের অনুষ্ঠান ‘মিউজিক্যাল এক্সপ্রেস’। শাহ জামান মিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছেন নাহিদা আফরোজ সুমি। ঈদের বিশেষ দুই পর্বের এ আয়োজনে গান গাইবে সাতটি ব্যান্ড।

জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় থাকছে ফেরদৌস ওয়াহিদ ও তার দল। এছাড়াও এদিনে গান পরিবেশন করবে ব্যান্ডদল আভাস, বিন হাই ব্যান্ড এবং কিশোর অ্যান্ড ফ্রেন্ডস। ঈদের তৃতীয় দিন একই সময়ের প্রচার হবে ব্যান্ড সংগীতের এই অনুষ্ঠানটি। এতে গান পরিবেশন করবে লালন ব্যান্ড, মেঘদল ও এফ মাইনর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − one =