ঈদে বিটিভিতে ব্যান্ড তারকারা

ঈদে ছোট পর্দা মাতাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। যেখানে অংশ নিতে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড তারকাদেরও।

বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড শো’তে হাজির হবেন তারা। ঈদের দিন সন্ধ্যা ৭টায় ওয়ারফেইজ, চিরকুট, আর্ক, নোভা, বে অব বেঙ্গল, ব্ল্যাক, এভোয়েড রাফা ও শুভযাত্রা’র মতো ব্যান্ড দলকে পারফর্ম করতে দেখা যাবে।

ঈদের পর দিন সন্ধ্যা ৭টায় গাইবে রেনেসাঁ, সোলস, দলছুট, অবসকিউর এবং ফেরদৌস ওয়াহিদ ও তার দল। এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।

লুৎফর রহমানের প্রযোজনায় ঈদের তৃতীয় দিন গাইবে ব্যান্ডদল তরুণ, লায়ন্স, ওয়ার্নিং ও সাবকনশাস। তারা শোনাবেন তাদের শ্রোতাপ্রিয় গানগুলো।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − 3 =