ঈদে মুক্তি পাচ্ছে আদর-পূজা অভিনীত ‘টগর’

ঈদুল আজহায় মুক্তির তালিকায় যুক্ত হয়েছে আদর আজাদ ও পূজা চেরী জুটির সিনেমা ‘টগর’। পোস্টার প্রকাশ করে সিনেমাটির মুক্তির ঘোষণা পরিচালক আলোক হাসান।

রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে চলতি বছরের শুরুতে শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। প্রথমে সিনেমার নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পরবর্তীতে নায়িকা চরিত্রে বদল আসে। পূজার নাম আসে নায়িকার ভূমিকায়।

প্রকাশিত পোস্টারে দেখা গেছে, রক্তমাখা শরীর, ছুরি হাতে আগুনে জ্বলন্ত থাকা শিল্পাঞ্চলের সামনে দাঁড়িয়ে আছেন আদর আজাদ। তার ঠিক পেছনে পূজা চেরী, যার চোখে-মুখে ভয়। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা ভয়াবহতার ইঙ্গিত দেয়।নায়ক-নায়িকার ঠিক পেছনে আগুনের শিখা।

বিজ্ঞপ্তিতে সিনেমাটি নিয়ে পরিচালক আলোক হাসান জানিয়েছেন, ‘টগর’ শুধু একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি।

“দর্শকেরা এই সিনেমায় অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা খুঁজে পাবেন। সিনেমার পরিবেশনা করেছে এআর মুভি নেটওয়ার্ক।

“ ‘টগর’ সিনেমায় অভিনয় অভিজ্ঞতাকে ‘সেরা’ বলেছেন অভিনেতা আজাদ। “এই সিনেমা এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা সিনেমা। দর্শকেরা আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন।”

পূজা চেরীর ভাষায়, গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্নতা রয়েছে।

‘টগর’ সিনেমায় আদর ও পূজা ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুলসহ অনেকে।

ঈদে এবার মুক্তির তালিকায় ‘টগর’ ছাড়াও আসছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’, মিঠু খানের ‘নীল চক্র’ ,সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’, তানিম নূরের ‘উৎসব’, ফরহাদ চৌধুরীর ‘নাদান’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 5 =