ঈদে মুক্তি পাচ্ছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’।  গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সিনেমাটির নায়ক নিরব ও নায়িকা বুবলীসহ সিনেমাসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় নিরব বলেন, শুটিং শেষ করার পরপর সিনেমাটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ‘ক্যাসিনো’।

বুবলী বলেন, শুটিং শেষ করার পরপর সিনেমাটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালো গল্পের সিনেমা এটি, কাজও ভালো হয়েছে। থ্রিল, অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে সিনেমাটি।

সিনেমাটিতে নিরব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু করা হয় এবং শেষ হয় ২০২০ সালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven − three =