ঈদে মুক্তি পাচ্ছে ‘লোকাল’, ট্রেলার প্রকাশ

নির্মাতা সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত এ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে শনিবার।

ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এলাকার রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ছবি ‘লোকাল’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। তাই ছবিটি ঈদে মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যে ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি।

আব্বাস খ্যাত নির্মাতা সাইফ চন্দন বলেন, ট্রেলার প্রকাশের পরে ভালো সাড়া পাচ্ছি। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ট্রেলার যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগবে পুরো ছবিটা। তাই দর্শকের প্রতি আহ্বান, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।

‘লোকাল’-এ আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × four =