ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

এবারের ঈদেও নতুন নাটক নিয়ে আসছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। এটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮ টা ৫০ মিনিটে।

জানা গেছে, গল্পের প্রয়োজনে এবার ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’র দৃশ্য ধারণ করা হয় পর্যটন নগরী কক্সবাজারে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল নূর, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।

এর সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতের কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। এম এ রহমান করেছেন আবহ সংগীত। নাটকের একটি দৃশ্যে গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সুবর্ণা আক্তার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + four =