ফেরদৌসের আয়োজনে আজ ‘উচ্ছ্বাসে উৎসবে’

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে ‘উচ্ছ্বাসে উৎসবে’ নামের অনুষ্ঠানের আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। আজ রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

অনুষ্ঠান প্রসঙ্গে ফেরদৌস আহমেদ জানান, অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা ৭টায় শুভাগত নৃত্য পরিবেশন করবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের দল। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য দেবেন। আবৃত্তি পরিবেশন করবেন অভিনেত্রী তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, দীপা খন্দকার, হৃদি হক, নাদিয়া আহমেদ ও শামীমা তুষ্টি। রাত ৮টায় সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। রাত ৯টায় নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাড়ে ৯টায় সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী তাহসান খান।

অনুষ্ঠানটি নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘ঢাকা-১০ আসনকে দশে দশ-এ পরিণত করতে বিরামহীন শ্রম দিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রদ্ধেয় ওবায়দুল কাদের ভাইয়ের প্রতি, তিনি প্রধান অতিথি হিসেবে সময় দিচ্ছেন। ধন্যবাদ মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীকেও। ধন্যবাদ আমার শিল্পী ভাইবোনদের, যাঁরা অনুষ্ঠানকে সফল করতে সময় দিচ্ছেন। সবার আন্তরিক সহযোগিতায় আজকের উচ্ছ্বাসে উৎসবে সফল হবে, স্মরণীয় হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা আমার।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + ten =