উদ্যোক্তা সীমা হামিদ পেলেন ভারতের ‘দুর্গা সম্মান’ অ্যাওয়ার্ড

ভারতের দুর্গা সম্মান ২০২২ অ্যাওয়ার্ড  পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবিকা এবং উদ্যোক্তা সীমা হামিদ ।  গত ৪ সেপ্টেম্বর কলকাতার হোটেল The Stadel এ দুর্গা সম্মান ২০২২ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অরিজিৎ অফিশিয়াল আয়োজিত এই দুর্গা সম্মান অ্যাওয়ার্ড  ১৭ জন বিশিষ্ট নারীকে সম্মাননা জানানো হয়।

আর্তমানবতার সেবা ও হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করা, বাংলা সংস্কৃতির বিকাশ, উদ্যোক্তা শ্রেণি তৈরি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য   শিক্ষা ও তরুণদের সংগঠিত করার জন্য সীমা হামিদ কে এ সম্মাননা প্রদান করা হয়।

জীবন সংগ্রামে পিছিয়ে পড়া লোকদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করার জন্য  নারী সমাজসেবক বা উদ্যোক্তাদের এ সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা আশা করে এটি ভারত-বাংলাদেশ মৈত্রী শক্তিশালী করবে।

বিশিষ্ট সমাজসেবক এবং উদ্যোক্তা সীমা হামিদ সম্মাননা গ্রহণকালে বলেন, তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের ক্ষমতায়ন, তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে আমরা কাজ করছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন  শিক্ষার ব্যবস্থাও করেছি। এই সম্মাননা আমাকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 7 =