ঊর্মিলা শ্রাবন্তী কর আজকের দিনেই পৃথিবীতে এসেছেন

১৯৯০ সালের ১৮ জুলাই। এদিনই পৃথিবীতে যাত্রা শুরু করেন ছোট পর্দার প্রিয় মুখ ঊর্মিলা শ্রাবন্তী কর। আজ (১৮ জুলাই) তার জন্মদিন। এদিন অনুরাগী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

অভিনেত্রী মনিরা মিঠুর কাছ থেকে এবারের জন্মদিনের প্রথম উপহার পেয়েছেন ঊর্মিলা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জন্মদিনের প্রথম উপহার। মিঠু আপা তোমার যে পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি, আমি আসলেও জানি না এই পরিমাণ ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিনা। তোমার গিফটটা হাতে পাওয়ার পর আসলেই আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি। থ্যাংক ইউ আপু, লাভ ইউ।’

প্রসঙ্গত, ঊর্মিলার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৯ সালে একটি রিয়্যালিটি শো-এর মাধ্যমে শোবিজে পথচলা শুরু তার। অভিনয়ে আসার আগে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + sixteen =