ঋতুপর্ণার নতুন বছরের পরিকল্পনা কী?

‘এই সময়’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বছর আমার অনেকগুলো ফিল্ম আসছে। ‘কর্পূর’ আসবে এই বছর। চৈতি ঘোষালের ছবিটাও আছে। মমতা শঙ্করের সঙ্গে, অনুপ দাসের ‘রেখা’ আছে। এ রকম আরও অনেক কিছু আছে।

‘অলীক স্বপ্ন’-তে কাজ করছি কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমি এই বছর একটা মিউজ়িক্যাল শো করতে চাই। সেটা নিয়ে পরিকল্পনা আছে। এই বছরও নানা ধরনের ফিল্ম করব। গত বছর খুব ভালো কিছু ডা‍ন্স শো করেছি। এই বছরও সে রকম কিছু করার ইচ্ছে আছে।

আমার একটা কবিতার বই বেরোবে এই বছরের মাঝামাঝি। পকেট বুত। কবিতা না বলে এক্সপ্রেশনস অফ লাইফও বলা যাতে পারে। ফ্রেঞ্চে ট্রান্সলেট করা হবে ছবিটা। আর মায়ের নামে একটা কিছু করব। মা সব সময়ে কারও কষ্ট দেখলেই সেই নিয়ে চিন্তা করতেন। তাদের সাহায্য করতে চাইতেন। তাই মায়ের জন্মদিনে একটা ফাউন্ডেশন তৈরি করতে চাই।

এই বছর অনেক বই পড়তে চাই। পড়াশোনাটা সে ভাবে করার সময় পাইনি আগের বছর। আর নিজের বুদ্ধিমত্তাটা আর একটু বাড়াব। আমি খুব গালিবল। এ বার প্র্যাকটিকাল সেন্স নিয়ে কাজ করতে হবে। আর ‘নিবলস’, আমার রেস্তোরাঁটা নিয়েও আরও বেশি করে ভাবব এই বছর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × one =