বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি দাবি করেছেন, রেলওয়ে সেবার মূল্য অনেক কম। অনেকেই ট্রেনে উঠে ভাড়া দেন না। খবর বিডিনিউজ২৪.কম
দুর্নীতি ও অপচয়ের কারণে বাংলাদেশ রেলওয়ে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার রুটের কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “বাংলাদেশ রেলওয়ে একটি লোকসানি প্রতিষ্ঠান। এক টাকা রোজগারের জন্য আড়াই টাকার মত খরচ হয়।”
রেলওয়ের লোকসানের পেছনে দুটি কারণ তুলে ধরেন ফাওজুল কবির।
তিনি বলেন, “রেলওয়ের লোকসানের একটি কারণ অপচয় ও দুর্নীতি। এটা কমাতে আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।
“আরেকটি কারণ বিনা টিকিটে যাত্রী পরিবহন।”
উপদেষ্টা বলেন, “রেলওয়ে সেবার মূল্য অনেক কম। অনেকেই ট্রেনে উঠে ভাড়া দেন না। এইভাবে যদি চলতে থাকে, তাহলে রেলওয়ের সার্ভিস বন্ধ হয়ে যাবে। লোকসান বাড়লে রেলের সেবা কমানো ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।”
দুর্নীতি কমিয়ে আনতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও রেলওয়ের মহাপরিচালককে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে তুলে ধরে তিনি বলেন, “এখন থেকে বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
“আমরা মনিটর করব ১ টাকা উপার্জন করতে কত টাকা খরচ হয়। সেটা অবিলম্বে ২-এর নিচে আনতে হবে। এটা করতে হলে বাধ্য হয়ে তাদের দুর্নীতি কমাতে হবে।”
কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ কমিঊটার ট্রেনের প্রতিস্থাপিত কোচও উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা।
এ সময় সেখানে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।