এক মাস পর করোনা শনাক্ত ৪ হাজারের নিচে

দেশে ওমিক্রনের বিস্তার কমে আসায় একদিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এক মাস পর নেমে এসেছে চার হাজারের নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩ হাজার হাজার ৯২৯ জন জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ। এর আগে গত ১৪ জানুয়ারি শনাক্তের হার ১৩ শতাংশ ছাড়ায়, ওইদিন হার ছিল ১৪ দশমিক ৩৪ শতাংশ।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দেশে জানুয়ারির শুরু থেকে সংক্রমণ আবার বাড়তে থাকে। ১ জানুয়ারি যেখানে শনাক্ত রোগীর সংখ্যা চারশর নিচে ছিল, ১৬ জানুয়ারি তা চার হাজার ছাড়ায়।

মাত্র নয় দিনে ২৫ জানুয়ারি তা পৌঁছায় ১৬ হাজারের ঘরে। ২৮ জানুয়ারি শনাক্তের হার পৌঁছায় রেকর্ড ৩৩ শতাংশে। তবে জানুয়ারির শেষ দিক থেকেই শনাক্ত রোগীর সংখ্যা কমতে শুরু করে।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৮৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 1 =