‘একটা সময় শুটিংয়ের জন্য ঘুম, পরিবার, সবকিছুকে ত্যাগ করেছিলাম’

পরিশ্রম করতে ভয় পান না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। এদিকে বলিউডে এক দশক পার করেছেন এই অভিনেত্রী। এই দশ বছরে জীবনের বিশেষ উপলব্ধি নিয়ে কথা বললেন আলিয়া।

এই মুহূর্তে পেশাগত জীবনে দম ফেলার সময় পাচ্ছেন না আলিয়া। চলতি মাসেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’। আগামী মাসে মুক্তি পাবে অভিনেত্রীর প্রথম আন্তর্জাতিক ছবি ‘হার্ট অব স্টোন’। কিন্তু শুধু কাজ নয়, পেশাগত জীবনের পাশাপাশি পরিবারকেও সময় দিতে চাইছেন আলিয়া।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিবার এবং কাজের মধ্যে সমতা বজায় রাখার প্রসঙ্গে নিজের মনোভাবের কথা ব্যক্ত করেছেন। আলিয়া এবং রণবীরের কন্যা রাহার সবেমাত্র আট মাস বয়স। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে পরিবারকে আরও বেশি সময় দিতে চান। আলিয়া বলেন, ‘ইন্ডাস্ট্রিতে দশ বছর কাটানোর সঙ্গে সঙ্গেই আমার জীবনেও পট-পরিবর্তন হয়েছে। একটা সময়ে শুটিংয়ের জন্য ঘুম, পরিবার, সবকিছুকে ত্যাগ করেছিলাম।’

কিন্তু এখন স্বামী এবং মেয়েকে নিয়ে তার যে সুখী পরিবার, তাকে উপেক্ষা করতে পারছেন না অভিনেত্রী। তাই পরিবারকে সময় দেয়ার পক্ষপাতী তিনি। আলিয়ার কথায়, ‘আমি বুঝতে পেরেছি, পরিবারই আমার সব থেকে বড় অবলম্বন। কোনো কিছুর জন্য আমি তার সঙ্গে আপস করতে পারব না।’

ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে সেই সমতা বজায় রাখা সম্ভব বলে মনে করেন আলিয়া। তার কথায়, ‘কাজ বন্ধ করে দেব, বলছি না। কিন্তু পরিবারের জন্য একটু সময় তো বের করাই যায়! আমি সব সময় সেই চেষ্টাই করে এসেছি।’ তবে আলিয়া সেই প্রচেষ্টায় যে সব সময় সফল হয়েছেন, এমন কিন্তু নয়। অভিনেত্রী জানিয়েছেন, কখনো সফল হয়েছেন। আবার কখনো এই প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =