এপারের সমীরের সুরে গাইলেন ওপারের শুভমিতা 

রাফিউজ্জামান রাফি: সুরকার আলাউদ্দীন মাহমুদ সমীরের সুরে নতুন একটি গানে কণ্ঠ দিলেন এপার ওপার দুই পারের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী। “তুমি দুঃখ দিও এ মনে যতটা ধরে” এমন কথামালায় সাজানো গানটির কথা লিখেছেন মাহমুদ মুরাদ এবং সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

এ প্রসঙ্গে আলাউদ্দীন মাহমুদ সমীর বলেন, শুভমিতার জন্য এটি আমার প্রথম গান। এর আগে আমার সুরে গান গেয়েছেন- তপন চৌধুরী, স্বরলিপি, রাজীব, অপু, শাকিল খান, শিল্পী বিশ্বাস সহ আরও অনেক গুণী শিল্পী।

আলাউদ্দিন মাহমুদ সমীর আরও বলেন, আমাকে যখন বলা হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী শুভমিতার জন্য একটি গানের সুর করতে হবে। তখন আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার অনিচ্ছা প্রকাশ করলাম, কারণ শুভমিতা যেরকম উঁচু মানের শিল্পী তার মানসম্পন্ন ভালো গান করা আমার মতো নতুন সুরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাছাড়া শুভমিতার অনেক বিখ্যাত গান আছে যা দুই বাংলার শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয়। এসব গানের ভিড়ে তিনি আমার গানটি পরবর্তীতে কোথাও গাইবেন না।

কিন্তু সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ জোর দিয়ে বলল, গীতিকার মাহমুদ মুরাদ ভাই গানটি এই ভাবনায় লিখেছেন যে, শুভমিতা দিদি গানটি গাইবেন, আমি মিউজিক করবো এবং গানটির সুর করবেন আপনি। আমি চাইছি আপনার একটি গান যেন শুভমিতা দিদি গান। সুমনের বারবার তাগাদায় অবশেষে গানটির সুর করে ফেললাম।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী শুভমিতা বলেন, মাহমুদ মুরাদের কথা, আলাউদ্দিন মাহমুদ সমীরের সুর ও সুমন কল্যাণের মিউজিকে গানটি গেয়ে খুব ভালো লেগেছে। এই গানটির সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত কলাকুশলীদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তিনি আশাবাদী গানটি সকলের ভাল লাগবে।

আলাউদ্দিন মাহমুদ সমীর মারফত জানা যায় আসন্ন পূজায় গানটি অবমুক্ত করা হবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − 6 =