এবার বলিউডে দেখা যাবে ফেলুদাকে!

বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদাকে এবার হয়তো দেখা যাবে বলিপর্দায়। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়। সেখানেই মনের ইচ্ছের কথা জানালেন তিনি। দিবাকর বলেন, ‘আমার বরাবরই ব্যোমকেশ ও ফেলুদা পছন্দ। শরদিন্দুর ব্যোমকেশকে সিনেপর্দায় এনেছি। এবার সত্যজিৎ রায়ের ফেলুদাকে আনতে চাই। গল্পও বাছা হয়ে গিয়েছে।’

পরিচালক আরও জানেন, ‘আমার এই ছবিতে অভয় দেওলকে ফেলুদা হিসেবে ভেবেছিলাম। কিন্তু শেষমেশ, ছবিটা আর করে ওঠা হয়নি।’

দিবাকর ফেলুদা বানানোর ইচ্ছেপ্রকাশ করেছেন, এ খবর শোনার পর এক সংবাদমাধ্যমকে সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায় জানান, এখনও পর্যন্ত এ সব নিয়ে দিবাকরের সঙ্গে কোনও কথা হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে অবশ্যই আলোচনায় বসব।

সিনেমা ও ওটিটিতে এ যাবৎ ফেলুদা তৈরি হয়েছে অনেকগুলো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই চরিত্রে দেখা গিয়েছে সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তকে। এমনকী, টোটা রায়চৌধুরী এবং পরমব্রতও অভিনয় করেছেন ফেলুদার চরিত্রে।

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ইতিমধ্যেই ব্যোমকেশ বক্সীকে বলিউডের পর্দায় নিয়ে এসেছেন পরিচালক দিবাকর ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 2 =